মৃ’ত্যুপুরি ইতালিতে করোনা ভাইরাসের প্রকো’প কিছুটা কমতির দিকে। গত কয়েকদিনে আক্রা’ন্ত ও মৃ’ত্যু দুটোই কম। সুস্থতার সংখ্যা দিনে দিনে বাড়ছে। আক্রা’ন্তের তালিকায় রয়েছেন অনেক প্রবাসী। তার মধ্য অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
কিন্তু সর্বমোট কতজন প্রবাসী এই ভাইরাসে আক্রা’ন্ত আছেন বাংলাদেশ দূতাবাস থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আশংখা করা হচ্ছে এ সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে। ইতোমধ্যে করোনায় আক্রা’ন্ত হয়ে এই দেশে মা’রা গেছেন নয় বাংলাদেশি।
২০ মার্চ প্রথম মা’রা যান গোলাম মাওলা (৫৫) নামে এক প্রবাসী। তারপরে ৩০ মার্চ মা’রা গেছেন অপু আহমেদ (৪২), ২ এপ্রিল মজিবুর রহমানের (৪৬),৭ এপ্রিল বেরগামো শহরে মা’রা যান মো. সালাউদ্দিন ছৈয়াল (৪২), ৮ এপ্রিল ইতালির রোমে মৃ’ত্যু হয় আনোয়ার হোসেন হিরু (৭২)এবং একইদিন বেরগামো শহরে মা’রা যান মিজানুর রহমান (৪৫ ),১১ এপ্রিল বিকালে শনিবার মানিক মিয়া (৪১) নামে এক প্রবাসীর মৃ’ত্যু হয় মিলানে।
১৬ এপ্রিল মিয়া শাহাজান নাম সিলেটের এক প্রবাসী মা’রা যান ক্রেমনা হাসপাতালে। প্রথমে শাহাজানের মৃ’ত্যু উনার নিকট প্রবাসীর মাধ্যমে করোনা ভাইরাসে মা’রা গেছেন বলে জানা গেলেও পরে হাসপাতাল থেকে মরদেহ প্রদানের সময় সার্টিফিকে’টে উল্লেখ করা হয় তিনি শাসক’ষ্ট জনিত রোগের কারণে মা’রা গেছেন।
১৮ এপ্রিল মিলানে মা’রা জানা মোহাম্মদ ফিরোজ ( ২৫ ) .গত ২৪ এপ্রিল ইতালির ভেনিসে নোয়াখালী জেলার শাহ্জাহান ( ৬০ ) মা’রা যান। উনার পরিবারের সূত্র থেকে জানানো হয় উনি করোনা ভাইরাসে মা’রা যাননি। কিন্তু আজ ২৬ এপ্রিল হাসপাতাল থেকে জানানো হয় উনি করোনা ভাইরাসে মা’রা গেছেন।
পরে পরিবারের লোকজন উনার মৃ’ত্যু করোনা ভাইরাসে বিষয়টি নিশ্চিত করেছেন এবং স্থানীয় ইতালিয়ান পত্রিকায় ও এই সংবাদ প্রকাশ পেয়েছে কারণ ভেনিসে এই প্রথম একজন প্রবাসী বাংলাদেশী করোনা ভাইরাসে মা’রা গেলেন।
ইতালিতে করোনায় বিপর্যস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে বাংলা কমিউনিটি। তাদের ফান্ড থেকে অসহায়দের সহযোগিতা করা হচ্ছে।মিলান কেন্দ্রীয় জামে মসিজদের ইমাম জুনায়েদ সোবহান জানিয়েছেন ইতিমধ্য উনার মাধ্যমে মিলানে মা’রা যাওয়া পাঁচ বাংলাদেশীর জানাজা ও দাফন সম্পন্ন করেছেন এবং মরহুমদের পরিবারদের খাদ্য সামগ্রী সহ যাবতীয় সহযোগিতা করে যাচ্ছে মিলান স্টাডি ফোরামের সদস্যরা।
করোনা সংক্রমণ রোধে দেশটিতে লকডাউনের সময় ৩ মে পর্যন্ত। এ ছাড়া অর্থনৈতিক জীবন চাকা সচল রাখতে প্রত্যেকের জন্য বোনাস ঘোষণা করেছে ইতালি সরকার। ইতালিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ৬৪৪ জন। সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৯২৮ জন। আক্রা’ন্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬৭৫।